ছাত্রাবাস (আবাসিক)
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পুরোটা সময় রুটিন অনুযায়ী ইসলামী জীবন ব্যাবস্থায় বাস্তব অনুশীলন ও প্রশিক্ষণ প্রয়োজন। সে লক্ষ্যে শুরু লগ্ন থেকেই রওজাতুস সালিহীন আপনাদের সন্তানদের আবাসিক ছাত্রাবাসের সেবা দিয়ে আসছে। যেখানে সুদক্ষ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের ইসলামী তাহজীব অনুসারে আমল ও আখলাকের তারবিয়াত দিয়ে আসছেন।
বৈশিষ্ট্য ও সেবা সমূহঃ
১। মনোরম পরিবেশে যোগ্য ও দায়িত্ববান শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
২। খাদ্য তালিকা অনুযায়ী স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহ করা হয়।
৩। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার ব্যবস্থা।
৪। আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার নিমিত্তে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা।
৫। পৃথক পৃথক রিডিং রুম, ডাইনিং রুম ও স্লিপিং রুমের ব্যবস্থা।
৬। সালাত সহ শরয়ী আহ্কামের প্রতি ছাত্রদের আগ্রহী করে তোলা।
৭। ইসলামী তাহজীব অনুসারে আমল-আখলাকের তরবিয়ত প্রশিক্ষণ দেয়া হয়।
৮। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী আবাসিক শিক্ষকদের তত্তাবধানে পড়া-লেখার ব্যবস্থা।
৯| ২৪ ঘন্টা সি সি টিভি ক্যামেরা দ্বারা নজরদারি রাখা হয়।